সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম পি’র প্রচেষ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য নতুন করে ৭০টি সাধারণ শয্যা ও ১০টি আইসিইউ শয্যা বাড়ানো হয়েছে। এই নিয়ে ওসমানীতে ৩৩০টি সাধারণ শয্যা ও ১৮টি আইসিইউ শয্যার হলো।
আজ সোমবার (২ আগষ্ট) থেকে এসব শয্যায় রোগীদের ভর্তি চলছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সব সময় সিলেটের করোনা পরিস্থিতি মনিটরিং করছেন। স্যারের নির্দেশেই আমরা ৭০ টি সাধারণ শয্যা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।
রোগীর চাপ বাড়ায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো করোনা শয্যা কীভাবে বাড়ানো যায় সে নিয়ে আমরা কাজ করছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd