বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের মৃত্যু

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২১

বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের মৃত্যু

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর শের-ই-বাংলা নগরে মাইক্রোবাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত হেলাল (৫০) ট্রাফিক তেজাগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত ছিলেন। আজ রোববার (১ আগস্ট) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

পরে আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ১১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কনস্টেবল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের দায়িত্ব পালন করছিলেন হেলাল। বেলা ১১ টার দিকে হাসপাতালের সামনে একটি মাইক্রোবাসকে থামার সিগনাল দিলে সেটি প্রথমে হালকা থামলেও পরক্ষণেই আবার হেলালকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

Manual4 Ad Code

এবিষয়ে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ জানান, সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় দায়িত্বরত অবস্থায় ছিলেন হেলাল। হাসপাতালের সামনে একটি মাইক্রোবাসকে থামার সিগনাল দেন তিনি। তখন একবার গাড়িটি থামলেও পরক্ষণেই বেপোরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। এরপর সে রাস্তায় পড়ে গেলে গাড়িটি তার উপর দিয়ে চালিয়ে যায়।

তিনি জানান, মাইক্রোবাসটি সিলভার রংয়ের। তবে, তাৎক্ষণিক ভাবে সেটি আটক করা যায়নি। গাড়িটি আটকের চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..