সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুন ১০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট ও চকলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দিবাগত রাত ২টার দিকে গোয়াইনঘাট থানাধীন সীমান্ত এলাকা জাফলং মোহাম্মদপুর এলাকায় চোরাচালান পন্য মজুদ করা একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব ভারতীয় বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেবুধবার দিবাগত রাত ২টার দিকে গোয়াইনঘাট থানাধীন সীমান্ত এলাকা জাফলং মোহাম্মদপুর এলাকায় চোরাচালন পন্য মজুদ করা একটি গোডাউনে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে গোডাউনে তল্লাশি করে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা ৯৩ কার্টন ভারতীয় অরিও বিস্কুট এবং সাফারি চকলেট উদ্ধার করে জব্দ করে। উদ্ধারকৃত পন্যের আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই আবুল হোসেন বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়রে নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে ডিবি সহ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত রাতে জাফলং অভিযান চালিয়ে অবৈধভাবে চোরাচালনের মাধ্যমে মজুদ করা বিপুল পরিমান ভারতীয় বিস্কুট-চকলেট উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd