সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেলের অপর আরোহী।
শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারস্থ আরআরএফ পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. শাকিল (২২)। সে লালাবাজারের মো. সাইফুরের ছেলে। আহত মো. শফিউল (২৫) লালাবাজার ঈদগাহ মাঠের মো. সোবহানের ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. শাকিল মারা যায়। গুরুতর আহতাবস্থায় মো. শফিউলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd