সিলেট ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ১৮, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সিনিয়র সহসভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, সহসভাপতি ইমরান হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,সাবেক সভাপতি মনজুর আহমদ, মোঃ আব্দুল মালিক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন,সুবাস দাসসহ গোয়াইনঘাট প্রেসক্লাবের দায়িত্বশীল ও কার্যকরী সদস্যবৃন্দ। মঙ্গলবার (১৮ মে) রাতে বিবৃতি দিয়ে তাঁরা এ দাবি জানান।
বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে নির্যাতন ও অপদস্ত করা হয়েছে। যা কখনই মেনে নেওয়া যায় না। একজন পেশাদার সাংবাদিকের সাথে এমন আচরণ করার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে-যা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দিতে হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd