সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টীমের অভিযান ডাকাতি মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত আসামীর নাম কামাল উদ্দিন (৪০)। সে লাকী (কামার গাও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি কামাল উদ্দিনকে গ্রেপ্তার করতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে এসআই খালেদ ও এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় তোয়াকুল বাজার থেকে কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টীমের অভিযানে স্থানীয় তোয়াকুল বাজার থেকে (১৭মে) সোমবার বিকাল ৬টায় ডাকাতি প্রস্তুতি মামলার আসামী কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd