বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ৫৮ পুরিয়া গাঁজাসহ হারিছ আলী (৬৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত সাজিদ উল্যাহর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান, অরূপ সাগর গুপ্ত কমল, অলক দাস ও এমরুল কবিরের নেতৃত্ব একদল পুলিশ (১২ মে) বিকেল ৫টায় অভিযান চালিয়ে হারিছ আলীকে তার নিজ বাড়ি থেকে আটক করে। আজ বৃহস্পতিবার তাকে সিলেট কোর্টে পাঠানো হয়।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া কবে।
Sharing is caring!