সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: দেশের হিজড়াদের নিয়ে কাজ করছেন ‘জোনাকি জোনাক’ হিজড়া। ময়মনসিংহ সদরের বাসিন্দা। তার ছয় ভাইয়ের মধ্যে জোনাক হিজড়া সবার ছোট। বাবা পুলিশে চাকরি করতেন। মা গৃহিণী। অপর পাঁচ ভাই সবাই প্রতিষ্ঠিত। তিনি সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর। ২০১৪ সালে মাস্টার্স শেষ করে তিনি ঢাকায় একটি বেসরকারি এনজিও সংস্থায় চাকরি করেন। বর্তমানের রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকেন।
চাকরির পাশাপাশি তিনি সমাজের অসহায় মানুষ ও হিজড়াদের কল্যাণে এবং হিজরাদের জীবন যাত্রার মান উন্নায়ন নিয়ে কাজ করছেন। সমাজের জন্য একটা কিছু করাই তার মূল লক্ষ্য।
জোনাকি জোনাক’ হিজড়া অফিস শেষ করে বাসায় গিয়ে নিজের হাতে খাবার তৈরি করে রাস্তায় অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন। এতেই তিনি শান্তি খোজে পান। তিনি সর্বদা নিজেকে মানবিজ কাজে নিয়োজিত রাখতে চান। তার এমন উদ্যোগ স্বাগতম জানিয়েছেন অনেকে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd