সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, মে ৭, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট শহরতলীর এয়ারপোর্ট রোডের লাখাউরা থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তারা হল-স্থানীয় ইসলামপুর পোড়াবাড়ীর তফুর আলীর ছেলে নুরুল আমীন (২৫) ও একই ঠিকানার ওয়াহাব আলীর ছেলে সুহেল আহমদ (২২)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাখাউরায় জনতার হাতে আটকের পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল জনৈক দিলোয়ার হোসেন (১৯) ইফতারের পর এয়ারপোর্ট এলাকার নেছারাবাদের আলী ডেইরীফার্ম থেকে দুধ সংগ্রহ করে বিক্রির পর ফার্মে ফেরার পথে স্থানীয় মংলীপাড় আবঙ্গী শাহ মাজার সংলগ্ন বাগানের অভ্যন্তরে আসা মাত্রই ছিনতাইয়ের শিকার হন। আটক হওয়া আসামী নুরুল, সুহেল ও তাদের আরো একসঙ্গী মিলে একটি ধারালো ছুরি বের করে ভয়ভীতি প্রদর্শন, আতংক ও ত্রাস সৃষ্টি করে দুধ বিক্রেতা দিলোয়ারের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে কিল ঘুষি-লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বর্ণিত বিবাদীদ্বয় লাখাউড়া বাজারে অবস্থান করার সময় তাদের চিনতে পারেন দুধ বিক্রেতা দিলোওয়ার। এসময় ছিনতাইকারী ছিনতাইকারী বলে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটক করা হয়। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত শুনে ধৃত আসামীদ্বয়কে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানার মামলা দায়ের করা হয়েছে। নং-১৪, তাং-০৭/০৫/২০২১।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd