সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, মে ৬, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফল ব্যবসায়ীর বিলাল আহমদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার পার্শ্ববর্তী ব্যবসায়ী দুই সহোদরকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা দেড়টায় উপজেলার নতুনবাজারে বিলালের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সকালে সিলেট থেকে আনা ফলমূল গাড়ী থেকে নামানোর সময় পার্শ্ববর্তী ব্যবসায়ী রাজন আহমদের সাথে বাকবিতণ্ডা হয় বিলাল আহমদের।
পরিস্থিতি এক পর্যায়ে মারমুখী হলে স্থানীয় মুরব্বিরা, ইফতারের পর বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে উভয়কেই থামিয়ে দেন। এরপর বেলা দেড়টায় রাজন তার ভাই রিপন ও মিলনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ বিলালের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রিগ্যান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে দুইজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd