ছাতকে রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

ছাতকে রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫
ছাতক প্রতিনিধি :: ছাতকে রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর জুমান আলী, জাকের আলী, কাজী শওকতুর রহমান, কাজী মিসবাহ, কাজী সাদিকুর রহমান, কাজী দিলদারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গনিপুর গ্রামের রেজ্জাদ আলী পক্ষের লোকজন একই গ্রামের সাইদুর রহমানের মালিকাধীন রাস্তায় দেয়াল নির্মাণের সময় বাঁধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ২৫জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৬জনকে সিলেটে ও অন্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এমরান হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় মুরব্বীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গ্রামের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলছিলো। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..