করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জের জেলা প্রশাসক

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ৪, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জের জেলা প্রশাসক

ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল আহসান। সোমবার ঢাকায় নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। জেলা প্রশাসক নিজেই এ তথ্য জানিয়েছেন। হবিগঞ্জের সিভিল সার্জন ডা একেএম মোস্তাফিজুর রহমানও এমনটি জানিয়েছেন।

সিলেট বিভাগের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জে। এই জেলার এপর্যন্ত ৭৫ জন করোনাআক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে বেশ কয়েকজন প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক ও নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরআগে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)সহ জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হন।

এবার খোদ জেলা প্রশাসক এই ভাইরাসে আক্রান্ত হলেন। কামরুল আহসানই দেশের প্রথম জেলা প্রশাসক যিনি করোনায় আক্রান্ত হলেন।

সিলেট বিভাগে এপর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৩৯ জনের।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..