সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলায় বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের নিকট চাঁদা দাবী ও প্রাণ নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
দোয়ারা থানায় মুক্তিযোদ্ধার ছেলে খলিলুর রহমানের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় টেংরাটিলার আলেক মিয়া(৫০) পিতা মৃত জলফু মিয়া, মোঃ আলমগীর হোসেন(৩৪), শাহ আলম(২২) উভয় পিতা আলেক মিয়া, মো: সাইদুল ইসলাম(৩৮), মোঃ সিরাজুল ইসলাম(৩৪) উভয় পিতা আব্দুল মালেক, আব্দুল জব্বার(৩৯), পিতা মৃত আব্দুল লতিফ চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক । দীর্ঘ দিন যাবত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন পরিবারকে বিভিন্ন ধরনের হয়রানী ও নির্যাতন করে আসছে। উক্ত বিবাদীদের বিরুদ্ধে চাদাবাদীসহ একাধিক মামলা রয়েছে।
এদেরকে চাঁদা না দিলে মুক্তিযোদ্ধা পরিবারকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ সহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। গত ১৭/১২/২০১৯ইং তারিখে উল্লেখিত চাঁদাবাজরা দলবদ্ধ ভাবে মুক্তিযোদ্ধা পরিবারের কাছে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে চাঁদাবাজরা মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের টিলা বাড়ির ঝাটাগাছ ও বেতের ঝুপ কেটে নিয়ে যায়।
এ নিয়ে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা গত ১৯/১২/২০১৯ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকার সময় স্থানীয় বাজার থেকে ফেরার পথে মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের পথ রোধ করে এলোপাতাড়ী মারপিট কওে, পকেটে রক্ষিত ৮০০ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীর প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এ বিষয়ে মুক্তিযোদ্ধা ছেলে খলিল মিয়া দোয়ারাবাজার থানায় সন্ত্রাসী ্ও চাদাবাজীর অভিযোগ দায়ের করেন ।
এ বিষয়ে বিবাদী আলেক মিয়ার মোবাইল ফোনে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।
এ ব্যাপাওে দোয়ারাবাজার ওসি আবুল হাশেমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ছেলে খলিলুর রহমানের দায়ের করা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd