সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী হতে সেইভসহ ১৩ নৌকা জব্দ ও তিনজনকে আটক করেছে থানা পুলিশ।,
বুধবার বিশেষ অভিযানে নদীর তীর কেটে বালু পাথর লুটের ঘটনায় এসব ইঞ্জিন চালিত সেইভ নৌকা জব্দ ও বালু পাথর লুটে জড়িত থাকা তিনজনকে আটক করা হয়। ,
জব্দকৃত ১৩ সেইভ নৌকা ও বালু বোঝাই ট্রলারের আনুমানিক মুল্য প্রায় ২২ লাখ টাকা।বুধবার সন্ধায় সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল এ তথ্য নিশ্চিত করেন।,
মিডিয়া সেল আরো জানায়,তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু পাথর লুট হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিত্বে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম’র নির্দেশে বুধবার ওই নদীতে থানার ওসি মো.আতিকুর রহমান ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযানে নামে।,
এরপর জাদুকাটা নদীর পশ্চিম তীরবর্তী লাউড়েরগড় ছড়ারপাড় গ্রাম সংলগ্ন কথিত(জামালের চর) এলাকায় অবৈধভাবে ইঞ্জিন চালিত সেইভ নৌকা দ্বারা নদী তীর কেটে বালু পাথর লুটকালে উপজেলার মোদেরগাঁও গ্রামের আব্দুল করিম,একই গ্রামের মৃত লায়েছ মিয়ার ছেলে কালাম,জাকির হোসেনের ছেলে নয়ন মিয়াকে পুলিশ আটক করে।, একই সময় পুলিশী অভিযানে বালু পাথর লুটে থাকা ২০ হতে ২৫ দুবৃক্ত পালিয়ে যায়।,
বুধবার রাতে পুলিশ সুপার মো.মিজানুর রহমান বিপিএম বলেন,অবৈধভাবে জাদুকাটা নদীর তীর কেটে বালু পাথর লুটের ঘটনায় আটককৃত তিন জন ও পলাতকদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd