সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সজল কুমার কানু এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রজিউল্লাহ খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভার বহন করে গন্তব্যে পৌঁছানো সময় সিলেটের কোম্পানিগঞ্জে ৭১৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস ও এম সি ডুয়েল মদ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ৯২৫ ডিসেম্বর) দুপুরের দিকে কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজনগর হাওর দিয়ে ভারে বহনকরে নিয়ে আসার সময় মদগুলো উদ্ধার করা হয়।
এসময় দুইজনকে আটক করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন- পুটামারা গ্রামের মৃত আসলম আলীর পুত্র মানিক মিয়া ও একই গ্রামের কাছামিয়ার পুত্র আল আমিন।
হাওর দিয়ে ভারতীয় মদ আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোম্পানিগঞ্জ থানা পুলিশ।
অভিযানের নেতৃত্বে থাকা কোম্পানিগঞ্জ থানা পুলিশের এসআই খায়রুল বাশার বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিলো রাজনগর হাওর দিয়ে ভারতীয় মদ বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে আমরা আগে থেকেই ওতপেতে ছিলাম। পরে যখন মদগুলো ভারে করে হাওর পার হচ্ছিলো তখন সাথে সাথে বাঁশী দিলে চার দিক থেকে পুলিশ ঘেরাও করে। এসময় দুইজনকে আটক করা হয় এবং মদগুলো উদ্ধার করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd