ব্যবসায়ী নির্যাতনের অভিযোগে ওসি স্ট্যান্ডরিলিজ

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

ব্যবসায়ী নির্যাতনের অভিযোগে ওসি স্ট্যান্ডরিলিজ

ক্রাইম সিলেট ডেস্ক : নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেনকে স্ট্যান্ডরিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেনকে লোহাগড়া থানা থেকে মেহেরপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন (পিপিএম) স্বাক্ষরিত বদলির আদেশপত্র গত সোমবার মেইলে লোহাগড়া থানায় পৌঁছায়।

ওসি মো. মোকাররম হোসেন আজ মঙ্গলবার সকালে বদলির বিষয়টি স্বীকার করেছেন। প্রশাসনিক কাজে অবহেলার কারণে ওসিকে তাৎক্ষণিকভাবে লোহাগড়া পুলিশ স্টেশন ত্যাগ করতে বলা হয়েছে বলে সূত্র জানায়। নড়াইলের পুলিশ সুপার জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, লোহাগড়া বাজারের ব্যবসায়ী বহুল আলোচিত শিহাব মল্লিককে গত ৪ নভেম্বর থানা ভবনে এসআই নুর আলম সিদ্দিক, মনিরুল ইসলাম মল্লিক ও তার ভাই খায়রুল ইসলাম মল্লিক হাতকড়া পরিয়ে চোখ বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরানকে প্রধান এবং পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও) ও কোর্ট ইন্সপেক্টরকে সদস্য করে নড়াইলের পুলিশ সুপার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

নির্যাতনের ঘটনায় গত রবিবার ব্যবসায়ী শিহাব মল্লিক বাদী হয়ে গোপীনাথপুর গ্রামের সাকায়েত হোসেন মল্লিকের ছেলে আপন তিন ভাই খাইরুল ইসলাম মল্লিক, মনিরুল ইসলাম মল্লিক, বদরুল আলম মল্লিক এবং মৃত মোদাচ্ছের ম্যোল্যার ছেলে আবুল খায়ের মোল্যাকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। আলোচিত এ ঘটনার পরেই ওসিকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে বলে সূত্র জানায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..