সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯
আলী হোসে,গোয়াইনঘাট :: বর্ণাঢ্য আয়োজনে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্দ্যেগে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে। গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যাক্ষ ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি থানা প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় থানা প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন ”পুলিশই জনতা,জনতাই পুলিশ” সুতরাং পুলিশকে সার্বিক তথ্য দিয়ে সহযোগিতা করুন,আপনাদের সেবায় পুলিশ সর্বদা প্রস্থুত রযেছে।
বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন,সমাজের সকল প্রকার অপরাধ প্রবনতা দূরিকরনে সর্বস্থরের জনসাধারনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এক্ষেত্রে পুলিশ সদস্যদেরকে সজাগ দৃষ্টি রেখে সর্বসাধারণরে আইনি সেবা নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ্আওয়ামীলীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা,সামছুল আলম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আব্দুল হক,রুস্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশাজিবি ও সামাজিক সংঘঠনের নেতৃবৃন্দ ছাড়াও থানা পুলিশের প্রায় অর্ধশত পুলিশ কর্মকর্তা র্যালিতে স্বস্ফুর্তভাবে অংশ গ্রহন করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd