বিশ্বনাথ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বাছাইকৃত প্রার্থী তালিকায় যারা

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯

বিশ্বনাথ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বাছাইকৃত প্রার্থী তালিকায় যারা

Manual1 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি  :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জনকে বাছাই করেছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে দলটির বিশেষ বর্ধিত সভায় তাদেরকে বাছাই করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বাছাই করা ৮জন প্রার্থীর মধ্য থেকে তিনটি পদের জন্য ৩জনকে চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করবে কেন্দ্রী আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলার ৮টি ইউনিয়ন ও ৭২টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমর্থনের প্রেক্ষিতে চেয়ারম্যান পদে সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনকে বাছাই করা হয়। ভাইস চেয়ারম্যান পদে বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফজর আলী মেম্বার ও যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম শামীম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিয়াম ল্যাবরেটরী ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুরী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা রুবা খানমকে বাছাই করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..