সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: নগরীর তালতলাস্থ বিলাস (আবাসিক) হোটেল থেকে ১৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।
আটক ব্যক্তির নাম কামাল হোসেন (২৮)। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার গোলাপনগর গ্রামের সামসুল হকের পুত্র।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশে এসআই সরোয়ারের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে নগরীর তালতলাস্থ ‘হোটেল বিলাস (আবাসিক)’ এর ৪০৭ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছে ১৩৫ পিস ইয়াবা পাওয়া গেছে।
জেদান আল মুসা আরো জানান, প্রাথমিক ভাবে জানা গেছে সে নগরীর বিভিন্ন হোটেলে কক্ষ ভাড়া নিয়ে ইয়াবা মজুদ করে বিভিন্ন জায়গায় ইয়াবা সেবনকারীদের কাছে বিক্রি করতো।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত-উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd