সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে নগরীর চাঞ্চল্যকর জাহিদ হত্যা মামলার প্রধান দুই আসামি ফজর আলী (২৪) ও সালমান আহমদ (২৬) গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। (২৪ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে এসআই আসলাম হোসেনের নেতৃত্বে সুনামগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সিলেট নগরীর শিবগঞ্জ-সোনারপাড়া এলাকার হাসন আলীর ছেলে। আসামিরা দীর্ঘ তিন মাস ধরে পলাতক ছিল।
২০১৭ সালের ২৫ অক্টোবর পূর্ব বিরোধের জেরধরে ডেকে নিয়ে উপশহরে পরিকল্পিতভাবে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা হয় স্কুলছাত্র ও ছাত্রলীগ কর্মী আবুল হোসাইন জাহিদকে (১৮)। ২৭ অক্টোবর রাতে শাহপরাণ থানায় নিহতের পিতা মোঃ আবুল কালাম বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিল আসামীরা। দুই আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন।
শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করার কথা। এ নিয়ে পুলিশ জাহিদ হত্যার ঘটনার জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত আসামিদের জিঞ্জাসাবাদ করা হলে জাহিদ হত্যার প্রকৃত রহস্য উদঘাটিত হবে।
নিহত জাহিদের বড় ভাই আবুল হাসনাত নাহিদ তার ভাই জাহিদের খুনীদের দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন। নিহত ছাত্রলীগ কর্মী আবুল হোসাইন জাহিদ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ও সেইভ দ্যা নেচার অফ বাংলাদেশের ২৪নং ওয়ার্ডের সভাপতি ছিল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd