নগরীর লন্ডনী রোডে দুর্ধষ ডাকাতির ঘটনায় মামলা

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

নগরীর লন্ডনী রোডে দুর্ধষ ডাকাতির ঘটনায় মামলা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর লন্ডনী রোড এলাকায় দুর্ধষ ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। লন্ডনী রোডে অগ্রণী ৬৯ ছয়েফ খান এলাকায় হাজী আহমদ আলী ভিলার বাসিন্দা আব্দুল গণি সাজনের স্ত্রী ইমরানা আক্তার বাদী হয়ে শুক্রবার (২৫ জানুয়ারি) এসএমপির এয়ারপোর্ট থানায় এ মামলা দায়ের করেন।যার নং-১৮/২৫/০১/১৯ ইং।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২৪ জানুয়ারি বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় ১৪-১৫ জনের একদল ডাকাত আহমদ আলী ভিলায় হানা দেয়। ডাকাতদল প্রথমে বাড়িতে ঢুকেই ৭টি সিসি ক্যামেরা ও মনিটর ভেঙ্গে ফেলে। এসময় মামলার বাদী ইমরানা আক্তার তার ভাই ওবায়দুল্লাহ ইসহাককে ফোনে জানান।

Manual8 Ad Code

সাথে সাথে ৩ জন ডাকাত টিন কেটে ঘরের ভেতর ঢুকে পড়ে। তাৎক্ষণিক কিছু বুঝে উঠার আগেই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ডাকাতদল ঘরের আসবাব পত্র ভাংচুর করে ও জরুরী কাগজপত্র নিয়ে যায়। ডাকাতিকালে নগদ ৭০ হাজার টাকা, ১০০ পাউন্ড ও ৭০০ ডলার, ১৯ ভরি স্বর্ণ, ৪২ ইঞ্চি ওয়ালটন টিভি, ৩২ ইঞ্চি সিঙ্গার সিসিটিভি, সিসি ক্যামেরা মেশিন, ১টি এইচ পি ল্যাপটপ, ১টি আইফোন-৭, স্যামসং জে-৭, ২টি স্যামসং মোবাইল, ১টি বাই সাইকেল, বাচ্চাদের বেটারী চালিত মোটরসাইকেল ও ১টি সেলাই মেশিন লুটপাট করে নেয়। ডাকাতরা সব মিলিয়ে ১৪ লক্ষ সাড়ে ৭৫ হাজার টাকার মালামাল লুটপাট করেছে বলে মামলায় উল্লেখ করে ইমরানা আক্তার।

মামলায় এজাহারভুক্ত আসামীরা হলেন, আখালিয়া তপোবন এলাকার লাল মিয়ার পুত্র নজরুল ইসলাম, আলা মিয়ার পুত্র নাজমূল ইসলাম, ছাতকের হাসামপুর গ্রামের মৃত শুক্কুর আলীর পুত্র সুন্দর আলী, সুনামগঞ্জ সদরের ফরহাদ রাজা চৌধুরীর পুত্র নাবিল রাজা চৌধুরী। এছাড়াও মামলায় আরো ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

Manual6 Ad Code

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি শাহাদাদ হোসেন মামলার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..