বিশ্বনাথে পুলিশের খাঁচায় প্রেমিকযুগল, ৪ লক্ষ টাকা দেনমোহরে থানায় বিয়ে
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯
Manual5 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে এক স্বামী পরিত্যক্তা নারী ও তার কথিত প্রেমিককে আটক করেছে থানা পুলিশ। পরে সাড়ে ৪ লক্ষ টাকা দেনমোহরে থানা কম্পাউন্ডে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুরে।
জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মোবারক আলীর পুত্র ওয়ারেন্ড ভুক্ত আসামী দুলালকে (২৪) ধরতে তার ঘরে হানা দেয় পুলিশ। এসময় তাকে ঘরে না পেলেও তার স্বামী পরিত্যক্তা বোন, দু’সন্তানের জননী ফেরদৌসি আক্তার কল্পনার ঘরে পাওয়া যায় কথিত প্রেমিক আলী হোসেনকে। সে একই উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামের আছাবর আলীর পুত্র। পুলিশ তাকে ধরে নিয়ে আসে। বৃহষ্পতিবার উভয়পক্ষের লোকজনের মধ্যস্থতায় কাজী ডেকে থানাতেই তাদের বিয়ে সম্পন্ন করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিয়ের সত্যতা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি জামাল মিয়া বলেন, উভয় পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে দেয়া হয়েছে।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, ওয়ারেন্ট তামিল করতে গিয়ে কল্পনাদের ঘর থেকে আলী হোসেনকে আটক করা হয়।