সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জাফলংয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল’র নেতৃত্বে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় এ অভিযান চলে।
অভিযানে মন্দিরের জুম এলাকায় ঝুঁকিপূর্ণ ১৫টি গর্ত থেকে পাথর উত্তোলনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়।এর আগে পর্যটন কেন্দ্র জাফলংয়ে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে প্রায় ২০হাজার টাকার নকল প্রসাধনী জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একই সাথে নকল পণ্য বিক্রির দায়ে এক দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়।
এসময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার জয়নাল আবেদীন, থানার এসআই জুনেদ আহমদসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিৎ কুমার পাল জানান, জাফলংয়ে মন্দিরের জুম এলাকায় অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ ১৫টি পাথর উত্তোলনের গর্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
এ নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ গর্তগুলো থেকে পাথর উত্তোলনের পায়তারা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd