সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯
ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ : সিলেটের গোলাপগঞ্জে গাছের সাথে ঝুলে ফরহাদ আহমদ(২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার রাতে উপজেলা ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই ইউনিয়িনের উত্তরপাড়া গ্রামের মৃত তালন আলীর ছেলে। ফরহাদ আহমদ দিনমজুরের কাজ করতো বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার মায়ের সাথে ঝগড়া করে ফরহাদ আহমদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সোমবার সকালে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখে পরিবার ও গোলাপগঞ্জ মডেল থানায় পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd