সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে খালেদা বেগম (২৪) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার শরিফগঞ্জ ইউপির লামামেহেরপুর গ্রামের মৃত আক্তার মিয়ার মেয়ে।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টায় তার নিজ পিত্রালয় গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউপির লামামেহেরপুর গ্রামের নিজ বসতঘরে নিজেই ধারালো ছুরা দিয়ে গলায় আঘাত করলে সে মাঠিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে এসআই মৃদুল একদল পুলিশ নিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
নিহতের স্বামী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রুপশপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জাহাঙ্গির আলম (৩৫) বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার বিষয়টি জানা যায়নি। তবে পুলিশ বলছে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত বিষয়টি জানা যাবে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা উদ্ধার হওয়া লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd