বিশ্বনাথে প্রভাবশালী মহলের বিরুদ্ধে নদীর তীরে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯
Manual1 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা বাঘমারা নামক স্থানে বাসিয়া নদীর তীর থেকে একটি প্রভাবশালী মহল কর্তৃক জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় টেংরা (বাঘমারা) গ্রামের মৃত ইলিম উল্লাহর পুত্র ইসলাম উদ্দিন বাদি হয়ে ৩জনের নাম উল্লেখ করে ও আরো ৮/১০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি লিখত অভিযোগ দিয়েছে। অভিযুক্তরা হলেন- টেংরা (বাঘমারা) গ্রামের মৃত ছইল মিয়ার পুত্র আলা উদ্দিন, মৃত তবারক আলীর পুত্র সমুজ আলী ও মৃত ময়না মিয়ার পুত্র জামাল মিয়া।
লিখিত অভিযোগে ইসলাম উদ্দিন উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে জায়গা সংক্রান্ত বিষয়াদি নিয়ে তার (ইসলাম) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৬ জানুয়ারী সকাল সাড়ে ৮টায় বাসিয়া নদীর তীরে ইসলাম উদ্দিনের মালিকানাধীন জায়গা থেকে অভিযুক্তরা জোরপূর্বক মাটি কেটে নিলে এতে বাধা দেন ইসলাম উদ্দিন। এসময় তাকে অভিযুক্তরা খুন করার হুমকি ও ভয়ভীতি প্রদশন করেন। নদীর তীরের মাটি খনন করায় রাস্তা ও বাদির জমি ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে।
ইসলাম উদ্দিন আরো অভিযোগ করেন- বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে ও থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও অভিযুক্তরা মাটি কেটে নেওয়ার পায়তারা করে যাচ্ছে।
অভিযুক্ত জামাল মিয়া বলেন- মাটি কাটা নিয়ে মূলত ইসলাম উদ্দিন তার ভাতিজা আলা উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছে। আমি কারো পক্ষে নই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।
প্রধান অভিযুক্ত আলা উদ্দিনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল সিসিভ করেননি।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা বলেন- এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।