বালাগঞ্জে মহিলা মাদরাসা ছাত্রীকে নির্যাতন : অপরাধিদের সর্বোচ্চ শাস্তি দাবি

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

বালাগঞ্জে মহিলা মাদরাসা ছাত্রীকে নির্যাতন : অপরাধিদের সর্বোচ্চ শাস্তি দাবি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল মহিলা মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রীকে পাশবিক নির্যাতনকারী সকল অপরাধিদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার মা জয়তেরা বিবি।

Manual2 Ad Code

শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়েটির পিতা স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করতে গিয়ে অঝোরে কাঁদেন নির্যাতিতা মেয়েটির বাবা-মা।

Manual4 Ad Code

লিখিত বক্তবে জয়তেরা বিবি বলেন, আমার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে গত ২২ নভেম্বর সন্ধ্যায় শিওরখাল গ্রামের নিজ বসতঘরের বারান্দা থেকে জোরপূর্বক তুলে নিয়ে এলাকার চিহ্নিত অপরাধী আব্দুল আহাদ (২৫) ও আজই মিয়া (৩২)সহ আরও অন্তত ৪ জন মিলে বর্বর পাশবিক নির্যাতন করে। ঘটনার পর খোঁজাখুঁজির এক পর্যায়ে রক্তাক্ত শরীরে অজ্ঞান অবস্থায় আমার মেয়েকে উদ্ধার করা হয়। পরণে তার জ্ঞান ফিরে আসলে তার ওপর নির্যাতনকারী ধর্ষক হিসেবে শিওরখাল গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল আহাদ ও আইয়ুব উলার ছেলে আজই মিয়াকে চিনতে পারার কথা উপস্থিত লোকজনের কাছে প্রকাশ করে। পরবর্তীতে আমার মেয়েকে রাতেই সংকটাপন্ন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা এবং পরীক্ষানিরীক্ষা সম্পন্ন হয়। হাসপাতালের রিপোর্টেও আমার মেয়েকে গণধর্ষণের প্রমাণ রয়েছে। এ ঘটনার পরদিন গত ২৩ নভেম্বর আমার স্বামী আতিকুল ইসলাম বাদি হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৮।

মামলায় ঘটনার সাথে জড়িত এবং এলাকার চিহ্নিত অপরাধী আব্দুল আহাদ ও আজই মিয়ার নাম উলেখসহ অজ্ঞাত ৪জনকে আসামি করা হয়। পরবর্তীতে পুলিশি অভিযানে গত ২৪ নভেম্বর দুই আসামি আব্দুল আহাদ ও আজই মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য ঘটনার প্রায় দুই মাস অতিবাহিত হলেও জড়িত অন্য কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে স্কুল, কলেজ, মাদরাসার শিক-শিার্থী, আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ঘটনার পর বিশেষ করে যুক্তরাজ্যে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মানবাধিকার কর্মী আকলিমা বিবিসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ বক্তৃতা করেন এবং জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এছাড়াও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ন্যক্কারজনক এ ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে চিকিৎসাধিন আমার মেয়েকে দেখতে যান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্যাতিতার বাবা জানান, স্থানীয় কিছু সরকার দলীয় নেতাকর্মীর শেল্টারে পুলিশ অপর আসাামদের গ্রেপ্তার করছে না। এমনকি বশির নামে এক আসামী এলাকায় আসার খবর পেয়ে পুলিশকে দ্রুত সংবাদ দেয়া হয়। পুলিশ আসলেও রহস্যজনক কারণে এ আসামিকে গ্রেপ্তার না করে চলে যায়।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে জয়তেরা বিবি সকল অপরাধিদের গ্রেপ্তার ও তাদের শাস্তি নিশ্চিত করার ব্যাপারে মামলার যথাযথ তদন্ত এবং ন্যায়বিচার পাওয়ার স্বার্থে সকল মহলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিলেটের পুলিশ সুপারসহ বাংলাদেশ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..