কোম্পানীগঞ্জে দুই পাথর খেকোর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

কোম্পানীগঞ্জে দুই পাথর খেকোর বিরুদ্ধে মামলা

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় গর্ত ধসে এক পাথর শ্রমিক নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ‘পাথরখেকো’ দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। আজ শুক্রবার সকালে মামলাটি দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন।

Manual4 Ad Code

তিনি জানান, নিহত শ্রমিক কবির হোসেনের স্ত্রী লাভলি বেগম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় পাথর গর্তের মালিক দুই ভাই ছয়ফুল হক ও বদরুল হককে আসামি করা হয়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছে।

Manual2 Ad Code

কাল বৃহস্পতিবার সন্ধ্যায় আরেফিন টিলায় অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলনকালে গর্তে হঠাৎ ধস নামে। এতে উপজেলার লামনিগাঁও গ্রামের দুদু মিয়ার ছেলে কবির হোসেন (৩৫) চাপা পড়ে নিহত হন।

এর আগে গত সোমবার আরেফিন টিলায় দুই পাথর শ্রমিক নিহত হন। গত প্রায় দুই বছরে এ টিলায় অন্তত ২০ জন শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। তবুও পাথরখেকোচক্র বেপরোয়া।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..