বিশ্বনাথে বাসিয়া নদীর চরে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

বিশ্বনাথে বাসিয়া নদীর চরে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ

Manual8 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার এলাকায় বাসিয়া নদীর চর দখল করে নির্মানাধিন অবৈধ স্থাপনা উচ্ছেন করেছে প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে এই স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা গেছে- উপজেলা সদরের পুরান বাজার (খেয়া ঘাট) পার্শ্বে বাসিয়া নদীর চর দখল করে উপজেলার জাহারগাঁও গ্রামের তখিল খানের পুত্র ইশতিয়াক আহমদ খান ও মোস্তাক আহমদ খান ৩তলা ফাউন্ডেশন দিয়ে দালান ঘর নির্মাণ কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় পূর্বের টিন সেড ঘরের ভিতরেই কৌশলে নির্মাণ করা হয় পাকা পিলার। বিষয়টি জানতে পেরে নির্মাণ কাজের শুরুতেই কাজ বন্ধ রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ হতে নির্দেশ প্রদান করা হলেও তা অমান্য করে রাতের আধারেও নির্মাণ কাজ চলতে থাকে। কিন্ত উক্ত স্থানের দখলদার তশিল খান সহ উপজেলা সদরের বাসিয়া নদীর তীরের অবৈধ ১৮৬ জন দখলদারের উপর উচ্ছেদ মামলা চলাকালিন অবস্থায় নতুন করে দালান নির্মাণ কাজ শুরু করা হয়। ফলে মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে এই স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই লিটন রায়, আখতারুজ্জামান রিগ্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্মল পাল, উপজেলা সার্ভেয়ার শেফালী আক্তার, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী নুরুল ইসলাম, শিমুল চন্দ্র, ফয়ছল ইসলাম প্রমুখ।
অবৈধ স্থাপনা উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা বলেন- উচ্ছেদ মামলা চলাকালীন অবস্থায় নতুন করে ভবন নির্মাণ কাজ শুরু করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..