বিশ্বনাথে কুখ্যাত ডাকাত কালা সেবুল আটক

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

বিশ্বনাথে কুখ্যাত ডাকাত কালা সেবুল আটক

Manual7 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ১১টি মামলায় অভিযুক্ত পলাতক আসামী কুখ্যাত ডাকাত কালা সেবুল মিয়া (২৯)কে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার জানাইয়া গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র। গতকাল রোববার সন্ধ্যায় সিলেটের কীনব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানাগেছে, সেবুল মিয়া বিভিন্ন সময়ে চুরি-ডাকাতীসহ ছিনতাই করে বলে তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ, ব্যবসায়ীসহ কেউই তার হাত থেকে রক্ষা পাননি। সে দীর্ঘদিন যাবৎ পুলিশের ধরা-ছুয়ার বাহিরে ছিল। গতকাল কীনব্রীজ এলাকা থেকে এক স্কুল ছাত্রীর মোবাইলফোন ছিনতাইকালে প্রত্যক্ষদর্শীদের সহযোগীতায় হাতেনাথে থানার এসআই দেবাশীস শর্মার নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। তার উপর ওয়ারেন্টকৃত মামলা তিনটি।
(জিআর-২৪০/১৬, জিআর-৩৭/১৫, দায়রা-৫১৮/১৭।) চলমান মামলা রয়েছে ৮টি। (এফআইআর-১৩/২৪৫, তাং-২৮-১২-১৬, এফআইআর-৮/২৪০, তাং-১২-১২-১৬, এফআইআর-১৫, তাং-১৯-০২-১৫, এফআইআর-০২, তাং-০২-০৮-১০, এফআইআর-১০, তাং-১৫-০১-০৮, এফআইআর-০২, তাং-০২-১২-০৭, এফআইআর-০৩, তাং-০৫-১২-০৫, এফআইআর-০৫, তাং-১২-১১-০৫।)
শেষ খবর লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য আসামীকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানা গেছে ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..