সিলেট নগরীতে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগে আটক ১

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

সিলেট নগরীতে স্কুলছাত্রকে বলৎকারের অভিযোগে আটক ১

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার ::সিলেট নগরীর আখালিয়া নিহারীপাড়া এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রকে যৌন নির্যাতন চালানোর ঘটনার অভিযুক্ত একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

Manual4 Ad Code

কোতয়ালী থানাধীন লামাবাজার ফাড়ির ইনচার্জ এসআই নূরে আলম সিদ্দিকির আখালিয়া নেহারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে খালিয়ার নিহারীপাড়া এলাকার পুতুল মিয়ার ছেলে রহিম মিয়াকে (২৬) আটক করে পুলিশ। শনিবার  রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটোন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর মদিনা মার্কেট থেকে আখালিয়া নিহারীপাড়ায় নিজের বাসায় যাচ্ছিল নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্র (১৫)। পথিমধ্যে একদল যুবক অস্ত্রের ভয় দেখিয়ে আখালিয়া মসজিদের সামনে থেকে তাকে পার্শ্ববর্তী লেকসিটি আবাসিক এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে প্রায় তিন ঘন্টা তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। এরপর তাকে ছেড়ে দেয় যুবকরা। বাড়ি ফিরে বিষয়টি সে তার বাবা-মাকে জানালে তারা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে ওই স্কুলছাত্র ভর্তি রয়েছে।

Manual8 Ad Code

এ ঘটনায় ঐ ছাত্রের বাবা দুলাল মিয়া বাদী হয়ে কোতয়ালী থানায়  শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ৪, তারিখ- ০৫/০১/২০১৯। গ্রেফতারকৃত রহিম মিয়া(২৬) এই ঘটনার এজহারনামীয় আসামী।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..