বিশ্বনাথ প্রতিনিধি :: এএসপি পদে পদোন্নতী লাভ করেছেন বিশ্বনাথ থানার সাবেক অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন। পদোন্নতী লাভেল পর রফিকুল হোসেন আজ শনিবার বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাবে আসেন সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ মো. রফিকুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, অসিত রঞ্জন দেব, সদস্য জামাল মিয়া, মো. আবুল কাশেম।
এএসপি রফিকুল হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, বিশ্বনাথের জন্য আমার দূর্বলতা আছে। কর্মস্থলে থাকাঅবস্থায় আন্তরিকভাবে বিশ্বনাথবাসি যে সহযোগিতা করেছেন তা কোন দিন ভুলতে পারব না। বিশেষ করে বিশ্বনাথ প্রেসক্লাবের প্রত্যেক সদস্য লেখনিসহ সবদিক দিয়ে সহযোগিতার কথা মনে রাখব চিরদিন-চিরকাল।