সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : নাটোরের সিংড়ায় সিদ্দিক প্রামাণিক (৪০) নামে এক রাজমিস্ত্রির মাথা থেতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চক লাউরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিদ্দিক একই এলাকার আয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী শিউলিকে আটক করেছে পুলিশ।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সকালে উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের চকলাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে সিদ্দিকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পরকীয়া প্রেমের কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহতের স্ত্রী শিউলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন রাজমিস্ত্রির কাজের সুবাদে একই এলাকার সেলিমের সঙ্গে সিদ্দিকের সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে সেলিমের সঙ্গে সিদ্দিকের স্ত্রী শিউলির পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রীর পরকীয়া প্রেমের কারণেই সিদ্দিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd