সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রাখতে ও পর্যটক বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের জাফলংয়ে পর্যটন সংশ্লিষ্ট জনগুরুত্বপূর্ণ এলাকায় ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জাফলং ট্যুরিষ্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এই কার্যক্রম উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। উদ্বোধনের পর সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে “ক্লিন জাফলং, গ্রীন জাফলং” ¯েøাগান সংবলিত ৫০টি ডাস্টবিন স্থাপন করা হয়। এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম আহমেদ, জাফলং ট্যুরিষ্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘের সভাপতি বাছির মিয়া, সাধারণ সম্পাদক ছালাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd