সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে উদ্ধার করা অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ পাঁচদিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। বৃহস্পতিবার মরদেহটির পরিচয় শনাক্ত করতে মহানগর পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল (রহ.) মাজারের পেছনে কবরস্থানের গেট থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি রাখা হয় ওসমানী হাসপাতালের হিমাগারে। এই পাঁচদিনে ওই যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. জেদান আল মুসা জানান, অজ্ঞাত পরিচয় মরদেহটির পরিচয় সন্ধান করছে পুলিশ। পরিচয় জানা থাকলে নগরীর কোতোয়ালি মডেল থানার মুঠোফোন (০১৭৮৬-৬৩৬৫৬৫) নম্বরে অথবা শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ দেবের (০১৭২৩-১৬৬৫১২) নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd