সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপরের কর্যক্রম দিনে দিনে হ্রাস পাচ্ছে। দীর্ঘ দিন থেকে উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর পদসহ একাধিক পদ শুন্য থাকায় এ সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া ওই অফিসে মেকানিকস হিসেবে কর্মরত একজন কর্মচারী নিজেকে অফিসার হিসেবে পরিচয় দিয়ে নানা কুকর্ম করে বেড়াচেছন। এ মেকানিকস নিজেকে কখনও ঠিকাদার হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। ফলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে স্তাপিত ওয়াশ ব্লক নির্মাণেও নানা অভিযোগ ওঠেছে তার উপর। উপজেলার পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ওই মেকানিকসের উপর নানা অভিযোগ এনে সংলিষ্টদের কাছে বিচার প্রার্থনা করেন।এছাড়া এ অফিস হতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্হাপিত গভীর নলকূপ ও অগভীর নলকূপ বেশী ভাগ অকার্যকর রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখাযায় সন্তাপিত নলকূপের একবছরপূর্ন হলেও এখন পর্যন্ত প্লাটফর্ম করাহয়নি। এ প্লাটফর্মের টাকা অফিসে দেওয়া হয়েছে বলে অনেকে জানেন। উপজেলা আওয়ামীলীগ নেতা ও রানীগঞ্জ গ্রামের বাসিন্দা মোঃ জৈন উদ্দিন জানান গভীর নলকূপ বোরিং করা হয়েছে পাশ এক বছর আগে এখনও প্লাটফর্ম হয়নি। নাছির উদ্দিন, শিল্পী আক্তারসহ অর্ধাশতাধিক গভীর/অগভীর নলকূপের মালিক অভিযোগ করেন এসব প্লাটফর্মের টাকা সংলিষ্ট মেকানিকসরা হয়তো আত্মসাত করেছেন। উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জৈন্তাপুর উপজেলার সহকারী প্রকৌশলী রতন লাল শাহা। তাই তিনি এ বিষয়গুলি সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd