সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটে দিনদুপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন মাইশা চৌধুরী (১৭) নামের এক কিশোরী।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর জালালাবাদ এলাকায় ছিনতাইকারীরা মাইশার হাতে ছুরিকাঘাত করে। নগরীর আনন্দ নিকেতন স্কুলের ও লেভেলের ছাত্রী মাইশার বাবা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিাক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল।
নাদেল জানান, বুধবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য মাইশা নগরীর হাউজিং এস্টেটের বাসা থেকে বের হয়। জালালাবাদ এলাকায় আসামাত্র মোটরসাইকেল যোগে ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। এতে মাইশা বাধা দিলে ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এতে মাইশা হাতে আঘাত পেলেও এলাকার লোকজন চলে আসায় ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি বলে জানান নাদেল।
এঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার সহকারী কমিশনার (এসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd