কমলগঞ্জে রাবার বাগানে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

কমলগঞ্জে রাবার বাগানে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ধর্ষিত কিশোরী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual4 Ad Code

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের দিন আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

Manual3 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভানুবিল গ্রামের খলিল মিয়ার ছেলে রুশন মিয়া (৩২) ঘটনার দিন দুপুরে একা পেয়ে বাড়ি থেকে কিশোরী মেয়ে (১০) ডেকে নিয়ে পাশের একটি রাবার বাগানে ধর্ষণ করে পালিয়ে যায়। গ্রামবাসীরা মেয়েকে উদ্ধার করে তার পরিবারের লোকজনকে অবহিত করেন। পরে কমলগঞ্জ থানাকে দেখিয়ে মৌলভীবাজারে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন কিশোরীকে।

এঘটনায় কিশোরীর মা বাদি হয়ে ধর্ষণকারি রুশন মিয়া আসামী করে কমলগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা করেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম মৌলভীবাজার সদর হাসপাতালে ধর্ষিতাকে দেখে ঘটনাস্থল তদন্ত করেন।

এ দিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষণকারি পালিয়ে বেড়াচ্ছে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক চম্পক দাম ধর্ষণ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ডাক্তারী পরীক্ষার প্রতিবেদনের পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান থানায় কিশোরী ধর্ষণের অভিযোগ গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা করা হবে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..