কানাইঘাটে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে যুবক নিখোঁজ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮

কানাইঘাটে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে যুবক নিখোঁজ

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: কানাইঘাটে কয়েকটি গরু নিয়ে সুরমা নদী পার হওয়ার সময় পানিতে ডুবে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী সুরমা নদীর নিখোঁজ স্থানে উদ্ধার অভিযান পরিচালনার পরও তাকে খোঁজে পাওয়া যায়নি। এঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের পরিবারে সুখের মাতম চলছে। নিখোঁজ আব্দুর রহমান পৃথক একটি বাড়ীতে স্ত্রীসহ ১ ছেলে ১ মেয়ে নিয়ে বসবাস করতেন।

Manual2 Ad Code

জানা যায়, কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউপির মিকিরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের ৩য় পুত্র আব্দুর রহমান (৩২) গতকাল বুধবার ভোর অনুমান ৬টায় ৩টি গরু নিয়ে মন্তাজগঞ্জ বাজারের পশ্চিমে হেকার বাড়ীর ঘাট দিয়ে সুরমা নদী পার হওয়ার সময় সে নদীতে তলিয়ে যান। এঘটনায় স্থানীয় লোকজন সকাল ৯টা পর্যন্ত তাকে খোঁজাখোঁজি করে না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেট ইউনিটের একটি ডুবুরি দল গতকাল বুধবার দিনব্যাপী উলি­খিত স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ আব্দুর রহমানের কোন খোঁজ পাওয়া যায়নি। এঘটনায় সকাল অনুমান ৯টায় স্থানীয় বিজিবি’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায় দুপুরে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual3 Ad Code

উক্ত ঘটনায় নিখোঁজ উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, একই ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য মুজির উদ্দিন, নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার নারী পুরুষ সহ উৎসুক জনতা। এঘটনায় নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম বলেন, কি কারণে আমার ছেলে আব্দুর রহমান ৩টি গরু নিয়ে সুরমা নদী পার হতে গেল, তা আমার জানা নেই। আমি সকালে আমার কৃষি ক্ষেতের জমিতে সেচ দিতে গিয়েছিলাম। এসময় আব্দুর রহমান সুরমা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার খবর পাই।

এদিকে স্থানীয় লোকজন জানান, নিখোঁজ আব্দুর রহমান চোরাই পথে সীমান্তের অপার থেকে গরু এনে এপারে সুরমা নদী পার করে দিত। সেই হিসাবে স্থানীয় গরু ব্যবসায়ীরা তাকে গরু পারাপারের লাইনম্যান হিসাবে ব্যবহার করে আসছিল।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..