সিলেট ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : জাতীয় ঈদগাহ ময়দানে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর তার জানাজায় অংশ নেয় হাজার হাজার মানুষ।
এর আগে শুক্রবার সকাল সোয়া ১০টায় তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়।
আইয়ুব বাচ্চুর মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছিলেন কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, শাফিন আহমেদসহ সংগীত ভুবনের অনেক তারকা। এ ছাড়া ছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও শমী কায়সার সহ অনেকেই।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ রাজনৈতিক ব্যক্তিবর্গও এসেছিলেন আইয়ূব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানাতে।
জানা যায়, জানাজা শেষে তাঁর মরদেহ রাখা হবে স্কয়ারের হিমঘরে। পরদিন সকালে নিজ জন্মস্থান চট্টগ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন এই মিউজিক লিজেন্ড।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd