হবিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৮

হবিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকা থেকে অজ্ঞাত পুরুষ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় দিকে ওই মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।

Manual3 Ad Code

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার এস আই বিধান জানান, উল্লেখিত সময়ে ওই এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের খবর দেন। পরে তারা মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর মর্গে পাঠিয়েছেন।

Manual4 Ad Code

তিনি আরো জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তা বলা যাচ্ছেনা। মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্নও নেই। ধারণা করা হচ্ছে তার বয়স ৪৫ এর বেশি হবে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পূর্বে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

Manual2 Ad Code

তবে তার পকেটে একটি ডাক্তারি প্রেসক্রিপশন পাওয়া গেছে। প্রেসক্রিপশনে প্যাশেন্টের নাম লেখা রয়েছে ‘নূর হোসেন’। চিকিৎসকের নাম জাহির হোসেন, চেম্বার পুরান বাজার, শায়েস্তাগঞ্জ। প্রেসক্রিপশনে গতকাল সোমবারের (০৮.১০.১৮ইং) তারিখ উল্লেখ রয়েছে। ধারণা করা হচ্ছে নুর হোসেন গতকাল ডাক্তার দেখিয়েছেন। তবে মরদেহটি নূর হোসেনের কি-না বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..