সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন মেলা শেষ হয়েছে শনিবার। মেলার ১৩০টি স্টলে সিলেটের সরকারী-বেসরকারী শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়।
তিনদিনব্যপী এবারের উন্নয়ন মেলায় প্রায় সাড়ে ৫ হাজার মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেবাগুলোর মধ্যে ছিল- বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ, রক্তের সুগার পরীক্ষা, গ্রুপ পরীক্ষা, উচ্চ রক্তচাপ এবং শারীরিক স্তুলতা নির্ণয়।
মেলার প্রথম দিনে বৃহস্পতিবার ওসমানী হাসপাতলের এসব সেবা গ্রহণ করেছেন ১৫০২ জন, দ্বিতীয় দিন শুক্রবার সেবা গ্রহণ করেছেন ২৩৮২ জন এবং তৃতীয় দিন সেবা গ্রহণ করেছেন দেড় হাজারের বেশী মানুষ।
এ ব্যপারে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিটের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন- মেলার তিনদিনে আমরা প্রায় সাড়ে ৫ হাজার মানুষকে সেবা দিয়েছি। আমার মনে হয় আর কোন স্টল আমাদের চেয়ে বেশী মানুষকে সেবা দিতে পারেনি। প্রতি দিনই আমাদের স্টলে মানুষের ভীড় ছিল এবং আমরা সুশৃঙ্খলভাবে সকলকে সেবা দিয়েছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd