সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮
ডেস্ক নিউজ :: লন্ডনে জিসিএসই পরীক্ষায় জগন্নাথপুরের আনিশাহ রহিম এর ডাবল স্টার পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল । যুক্তরাজ্যের লন্ডনের বারা অব টাওয়ার হামলেটের বো এর ঐতিহ্যবাহি সেন্ট্রাল ফাউন্ডেশন গার্লস স্কুল থেকে মেধাবী শিক্ষার্থী আনিশাহ বেগম রহিম জিসিএসই সামার ২০১৮ পরীক্ষায় অংশ গ্রহণ করে ডাবল স্টার সহ কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে ।
বৃহস্পতিবার (২৩ আগস্ট ২০১৮ ) এবারের জিসিএসই পরীক্ষার যুক্তরাজ্যে ফলাফল প্রকাশে দেখা গেছে ভালো ফলাফলে ব্রিটিশ বাঙালি শিক্ষার্থীরা সন্তুষজনক রিজাল্ট উপহার দিয়েছে ।
এ জিসিএসই পরীক্ষায় ফলাফল : আনিশাহ রহিম ইংলিশ লিটারেচারে পেয়েছে ( এ ডাবল স্টার ) A** ; ইংলিশ লাংগুজ , রিলিজিয়াস স্টাডিজ , ডিজাইন এন্ড টেকনোলজিতে পেয়েছে ( এ স্টার ) A* ; মাকস, জিওগ্রাফি, বায়োলজিতে পেয়েছে (এ) A ; কামেস্ট্রি , পিজিক্স ও ফান্চ সাবজেক্টে পেয়েছে (বি ) B ।
উল্লেখ্য সে লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটে বাবা-মার সঙ্গে বসবাস করছে । বাবা খালেদ মিয়া রহিম, মা- হাছনা বেগম । তাদের বাংলাদেশের বাড়ি জগন্নাথপুর উপজেলার ঐতিহবাহি পশ্চিমতিলক গ্রামের পীর ইয়াছিন মন্জিলে । মেধাবী শিক্ষার্থী আনিশাহ রহিম সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এর ভাতিজি ।
সে তার ফলাফলে মহান আল্লাহ সুবহানাতায়ালার কাছে শুকরিয়া আদায় করে স্কুলের শিক্ষক ও অভিবাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ।
সে ভবিষ্যতে কলেজেও ভালো ফলাফলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd