একটি হাসাপতালের ১৬ নার্স একই সঙ্গে গর্ভবতী

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৮

একটি হাসাপতালের ১৬ নার্স একই সঙ্গে গর্ভবতী

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ পঞ্চিমাঞ্চলীয় রাজ্য আরিজোনার একটি হাসাপতালের ১৬ নার্স একই সঙ্গে গর্ভবতী হয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো তারা যে একই সঙ্গে সন্তানসম্ভবা হয়েছেন তা নিজেদেরই জানা ছিল না। পরে গর্ভবতীদের জন্য খোলা একটি ফেসবুকে গ্রুপের সদস্য হয়ে বিষয়টি জানতে পারেন তারা। এ নিয়ে ঠাট্টা-রসিকতাও করা হচ্ছে বিস্তর।

Manual8 Ad Code

আরিজোনার মেসা শহরে অবস্থিত সেই হাসপাতালটির নাম ব্যানার ডেজার্ট মেডিকেল সেন্টার। হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার মজা করে জানায়, যখন তারা জানতে পারেন যে হাসপাতালের সব নার্সই আগামী অক্টোবর-জানুয়ারির মধ্যে সন্তান জন্ম দিতে যাচ্ছে তখন ভেবেছিলেন হাসপাতালের পানিতে কিছু একটা ছিল!

Manual6 Ad Code

আট মাসের গর্ভবতী ও হাসপাতালটির নার্স রোচেল শেরম্যান বলেন, একটি ফেসবুক গ্রুপে সদস্য হওয়ার আগে আমরা জানতামই না যে আমাদের কতজন গর্ভবতী।

আরেক নার্স জোলেন গ্যারো মজা করে বলেছেন, ‘আমরা সবাই মিলে এ পরিকল্পনা বাস্তবায়ন করেছি। রোগীরাও খেয়াল করেছে তাদের আশেপাশের অধিকাংশ নার্স গর্ভবতী।’ সূত্র: ডেইলি মেইল

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..