জকিগঞ্জে স্কুলছাত্রীর শ্লীলতাহানী,শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৮

জকিগঞ্জে স্কুলছাত্রীর শ্লীলতাহানী,শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Manual5 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে স্কুলছাত্রীকে রাস্তায় জড়িয়ে ধরে আপত্তিকর ছবি তোলা ও শ্লীলতাহানীর ঘটনায় মঙ্গলবার সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণীর এক ছাত্রী সোমবার স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে এক বখাটে যুবক জড়িয়ে ধরে আপত্তিকর ছবি তুলে। অন্য ছাত্রীদের চিৎকারে স্কুলছাত্রসহ স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে দৌড়ে পালিয়ে যায়। অভিযুক্ত যুবক উপজেলার সীমেরবন্দ গ্রামের ময়নুল ইসলামের ছেলে আকছার আহমদ (২১)। এ ঘটনার প্রতিবাদে জকিগঞ্জ সিলেট-সড়ক অবরোধ করে বখাটেতে গ্রেপ্তার ও শাস্তির দাবী জানিয়ে শ্লোগান দেয়। অবরোধ চলাকালীন জকিগঞ্জ-সিলেট সড়কের দুপাশে প্রায় শতাধিক গাড়ী আটকা পড়ে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সরেজমিনে গিয়ে শিক্ষার্থীদের অনুরোধ করলে আজ বুধবারের মধ্যে বখাটেকে গ্রেপ্তাররে আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে। জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, সোমবার স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে রাস্তার মধ্যে আছকার নামের বখাটে ছেলে একটি ছাত্রীকে জড়িয়ে ধরে আপত্তিকর ছবি তুলে। ঐ ছাত্রীর সাথে থাকা অন্য ছাত্রীদের চিৎকার শুনে এলাকার লোকজন বখাটের হাত থেকে ছাত্রীকে উদ্ধার করে স্কুলে নিয়ে আসেন। এ ব্যাপারে গত মঙ্গলবার স্কুলে বৈঠক ডাকা হয়। স্কুল ছাত্রী এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিম বাদী হয়ে গত সোমবার জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালিক মেম্বার ও নোমানুর রশিদ জানান, বখাটে আছকারকে গ্রেপ্তারের দাবীতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। দ্রæত সময়ের মধ্যে অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি শান্ত হবে। এদিকে স্কুলের বিক্ষোব্দ শিক্ষার্থীরা জানিয়েছে, বুধবারের মধ্যে অভিযুক্ত আকছার আহমদকে গ্রেপ্তার করা না হলে উপজেলা জুড়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..