ছাত্রদল নেতা রাজু’র প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮

ছাত্রদল নেতা রাজু’র প্রথম জানাজা সম্পন্ন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর কুমাড়পাড়ায় নিহত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর প্রথম জানাজা রোববার বিকাল ৩টায় শাহজালাল উপশহরের এ ব্লক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজুর লাশ মৌলভীবাজার জেলার রাজনগরের নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা আজ বাদ এশা রাজনগর থানার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে রাজুর লাশ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ হত্যাকান্ডের ব্যাপারে এখনো মামলা দায়ের হয়নি বা জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

Manual3 Ad Code

উল্লেখ্য যে, গতকাল শনিবার রাতে সিলেট সিটি করপোরেশনের পুন:নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে ফেরার সময় নিজ দলের ক্যাডারদের হামলায় নিহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু। রাত ৯টার দিকে আরিফুল হক চৌধুরীর বাসার পাশে কুমারপাড়া পয়েন্ট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..