সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮
সিলেট :: সিলেট জেলা যুব মহিলা লীগের সভানেত্রী নাজনীন আক্তার কণা সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় জেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ১২ অগাস্ট রোববার সন্ধ্যায় নাজনীন আক্তার কণার বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা বলেন, ওয়ার্ডবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। এ জয় ওয়ার্ডবাসীর জয়, এটা যুব মহিলা লীগের জয়। সবার সহযোগিতা নিয়ে সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে আমি বদ্ধপরিকর। এজন্য ওয়ার্ডবাসীসহ সবার সহযোগিতা প্রয়োজন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে স্বর্ণা, অর্থ সম্পাদক মিনারা চৌধুরী, যুব মহিলা লীগ নেত্রী নীলা আক্তার প্রিয়া , লিমা আক্তার, আসমা বেগম, মোহিনী তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, এবারের সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে সিলেট জেলা যুব মহিলা লীগের সভানেত্রী নাজনীন আক্তার কণা ১৩৫৩ ভোটের বিশাল ব্যবধানে মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী নার্গিস সুলতানাকে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd