সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদানের ও অন্য মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগে দায়ের করা দুইটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় ৪৭ জন নেতা। বুধবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করলে বিচারক মফিজুর রহমান ভূঁইয়া তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়ে হাই কোর্ট থেকে ৮ আগস্ট পযন্ত আগাম জামিন নেন এ নেতারা। দুই সপ্তাহের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বুধবার তারা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদানের অভিযোগে দায়ের করার মামলায় জামিন প্রাপ্তরা হলেন, খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক, খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, মহানগরের সহ সভাপতি সালেহ আহমদ খসরু, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহীন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, গত ২১ জুলাই উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে সামনে মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীসহ অবস্থান নিয়ে সরকারী কাজে বাধা দেন এমন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক ফয়েজ আহমেদ। অপর দিকে শাহপরান থানায় আরেকটি মামলা দায়ের করা হয় বোরহান উদ্দিন-গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত আওয়ামী লীগ সমর্থিত মেয়রপদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd