সিলেটে এয়ারপোর্ট এলাকা থেকে বিদেশী সিগারেট সহ গ্রেফতার ৩

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

সিলেটে এয়ারপোর্ট এলাকা থেকে বিদেশী সিগারেট সহ গ্রেফতার ৩

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটে এয়ারপোর্ট এলাকা থেকে সাড়ে ১৬ লাখ টাকার আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট সহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। জব্দ করা হয়েছে ২টি সিএনজি চালিত অটোরিকসা।

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- গোয়াইনঘাট থানাধীন বগাইয়া গ্রামের আলী আহমদের ছেলে সেলিম , এয়ারপোর্ট থানা এলাকার মৃত আবদুল হামিদের ছেলে জুনায়েদ উরফে জুনেদ ও লাক্কাতুরা গ্রামের আবদুর রহিমের ছেলে রুবেল ।

র‌্যাব-৯ ’র দায়িত্বশীর সুত্র জানায়, র‌্যাব-৯,’র স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামানের নেতৃতে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে রোববার রাত ১১টা ৫০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন মোল্লাপাড়া আবাসিক এলাকার গেইটের সামনে থেকে ২টি সিএনজি চালিত অটোরিকসা বোঝাই সিগারেট সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৮২১ কার্টুন সিগারেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটের ভিতরে ২০টি করে সিগারেটের শলাকাসহ সর্বমোট ১ লাখ ৬৪ হাজার ২শ’ শলাকা সিগারেট রয়েছে। প্রতিটি শলাকা সিগারেটের আনুমানিক বাজার মূল্য ১০ টাকা করে- মোট ১৬ লাখ ৪২ হাজার টাকা।

উদ্ধারকৃত সিগারেটসহ গ্রেফতারকৃত আসামীদের এসএমপির এয়ারপোর্ট থানায় সোমবার হস্তান্তরের পর একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..