গোয়াইনঘাটে ইঞ্জিন নৌকার ধাক্কায় নৌকা ডুবে বৃদ্ধ নিখোঁজ

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

গোয়াইনঘাটে ইঞ্জিন নৌকার ধাক্কায় নৌকা ডুবে বৃদ্ধ নিখোঁজ

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ইঞ্জিন চালিত বালু বোঝাই নৌকার ধাক্কায় নৌকা ডুবে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তি উপজেলার বুধিগাঁও গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মতিন মিয়া।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী শেওলারটুক গ্রামের ছেলের বাড়ি থেকে স্ত্রী ও এক নাতিকে নিয়ে মতিন মিয়া নৌকাযুগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। তাদের বহনকারী নৌকা সারী নদীতে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত বালু বোঝাই অপর আরেকটি নৌকার ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়।

এ সময় নদীর তীরবর্তী এলাকার লোকজন দ্রæত এগিয়ে গিয়ে মতিন মিয়ার স্ত্রী ও নাতিকে উদ্ধার করলেও মতিন মিয়া ইঞ্জিন নৌকার নিচে পড়ে নিখোঁজ হয়।

Manual7 Ad Code

এরপর স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সিলেটের দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে ডুবুরী দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক চেষ্টা চালিয়েও এ প্রতিবেদন লেখার সময় গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত তার কোন সন্ধান পায়নি।

থানার এস আই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..